অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া : করোনা মানেই যে মৃত্যু এমনটা কিন্তু নয়। করোনা কে জয় করতে গেলে চাই মনের সাহস আর চাই জনসচেতনতা। এই বার্তা নিয়েই পাড়ায় পাড়ায় ঘুরছেন এক দম্পতি। বিগত কিছুদিন আগে তারাও করোনার কবলে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত মৃত্যু তাদের হাতছানি দেয় নি। করনাকে জয় করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তারা। বর্তমানে তারা পুরোপুরি সুস্থ।
বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম গ্রামের অনামিকা রায় ও শুভাশিস রায় নামে এই দম্পতি এখন নেমেছেন করোনা সম্পর্কে জনসচেতনতার কাজে। অর্ধগ্রাম গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে দম্পতি পৌঁছে গ্রামের মানুষকে দিচ্ছেন করোনা সম্পর্কে সচেতনতার বার্তা। করোনা আবহে কি কি করা উচিত ও কোন কোন বিষয়ে এড়িয়ে যাওয়া প্রয়োজন এবং বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে কোন কোন বিষয়ে বিশেষ নজর রাখা উচিত তারই সচেতনতার পাঠ দিচ্ছেন গ্রামবাসীদের।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে জনসাধারণকে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জোর প্রয়াস চালানো হলেও প্রত্যন্ত গ্রাম ও মফস্বলের মানুষ এখনো পর্যন্ত করোনা সম্পর্কে অনেকটাই অসচেতন । প্রত্যন্ত গ্রাম ও মফস্বলের মানুষজনেদের এদের সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে করোনা সম্পর্কে মানুষকে সচেতনতার পাঠ দেবার কাজে লেগেছেন এই দম্পতি।এতে গ্রামের মানুষজনও করোনা বিষয়ে সচেতন হচ্ছেন আর দম্পতিও পরিতৃপ্ত হচ্ছেন মানুষকে সচেতন করতে পেরে।