অবতক খবর , শিলিগুড়ি, আগস্টঃ     করোনায় মৃত মায়ের ফের লালারসের পরীক্ষার দাবীতে শিলিগুড়িতে এক বেসরকারি নার্সিং হোমের সামনে অবস্থান বিক্ষোভ করল মৃতের পরিজনেরা। পরিবারের অভিযোগ করোনায় নয় মৃত্যু হয়েছে অন্য কোন কারনে। জানাগেছে, শনিবার শিলিগুড়ি সেবক রোডের এক বেসরকারী নার্সিং হোমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার বীরপারার বাসিন্দা কৌশল্যা দেবী নামে এক মহিলার। মৃত্যুর পর দেহটি পরিবারের হাতে তুলে দিতে অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ।

মৃতের পরিবারসূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ৩ আগস্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৌশল্যা দেবী। সেখানে লালারসের পরীক্ষা হলে তাতে মেলেনি করোনার সংক্রমণ। করোনার রিপোর্ট নেগেটিভ আসায় পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় সেবক রোডের এক বেসরকারী নার্সিং হোমে। সেখানে ফের কৌশল্যা দেবীর লালারসের পরীক্ষা করা হয়। সেই টেস্টে করোনার সংক্রমণ মেলে।

শনিবার নার্সিং হোমে মৃত্যু হয় কৌশল্যা দেবীর। মৃতের পরিবারের অভিযোগ কৌশল্যা দেবীর মৃত্যু করোনায় হয়নি। চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে তার। তাদের দাবী মৃতের লালারসের নমুনার ফের পরীক্ষা করা হোক অন্য কোন ল্যাবে। নইলে মৃতদেহ তুলে দেওয়া হোক পরিবারের হাতে। এই দাবীতেই এদিন নার্সিং হোমের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পরিবার পরিজনেরা। এই ঘটনায় পরিবারের লোকেরা ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি পুরো বিষয়টি জানিয়েছেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।