অবতক খবর : হাওড়া :     সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড ছুঁলো হাওড়া। হাওড়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। গোটা রাজ্যের নিরিখে কলকাতার পরেই করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে হাওড়ার স্থান তৃতীয়। ইতিমধ্যে এই জেলা থেকে গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৯ জন। যার মধ্যে মাত্র ৪৯ জন সুস্থ্য হয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে নতুন করে সুস্থ্যতার হার কমছে এই জেলাতে। এই মুহূর্তে এক্টিভ কেস রয়েছে ১০৮ জন। এখনো অব্দি মোট আক্রান্ত হয়েছেন ৩৭,০৫০ জন। যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫,৩৬৮ জন। গত ২৪ ঘন্টায় ২ জনের নতুন করে মৃত্যু হয়েছে।

রাজ্যে মোট করোনায় মৃতের নিরিখে হাওড়া অবস্থান তৃতীয়, দক্ষিণ ২৪ পরগনার পরেই। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই রাজ্য থেকে কোনায় প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত ১০৫৩ জন।
যদিও গত ২৪ ঘন্টায় এখনও অব্দি এই জেলায় নতুন করে করোনায় কেউ মারা যায়নি।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১২ জন ।উল্লেখ্য, ভোটের মধ্যে নতুন করে বাড়তে থাকা সংক্রমনের ছবি যথেষ্ট ভাবাচ্ছে হাওড়া জেলা প্রশাসনকে।

পাশাপাশি গোটা রাজ্যে এই মুহূর্তে এক্টিভ কেস রয়েছে ১১৭৯ জন। কিন্তু যেহেতু এখন ভোট পর্ব চলছে তাই এই নিয়ে কারও মাথাব্যথা নেই। যেভাবে সংক্রমনের হার বাড়ছে তাতে নতুন করে বিপদের সম্মুখীন হইতে চলেছে সাধারণ মানুষ এটা স্পষ্ট।