অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   করোনা আক্রান্ত রোগীদের মানসিক চাপ কমাতে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে টেলিভিশন দেওয়া এবং সাইকোলজিস্ট দিয়ে কাউন্সিলং করার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিংয়ে এমন কথা জানালেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কোভিড-১৯ স্পেশাল অফিসার অন ডিউটি ডঃ সুশান্ত রায়।

উত্তরবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৫ জন হলেও তার পঞ্চাশ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলে আজ উত্তর দিনাজপুর জেলায় এসে রিভিউ মিটিংয়ে জানালেন উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি কোভিড-১৯ ডঃ সুশান্ত রায়। রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের অফিসের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার, অতিরিক্ত জেলাশাসক রীনা যোশী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।