অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করছেন মানুষ। এরকম পরিস্থিতিতে মানুষ যখন বাড়ির বাইরে কোন কাজে যাচ্ছেন তখন মাস্ক ব্যবহার করছেন। সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের কথা বারবার বলা হচ্ছে। এরকম পরিস্থিতিতে মাস্ক নয় বাবা ভোলা নাথের উপরই ভরসা রাখলেন বাবার ভক্তরা। বাবার ভক্তদের দাবী, মাস্ক প্রয়োজন নেই বাবা রক্ষা করবেন। শিবের মাথায় জল ঢালতে এসে এমনই দাবী করলেন তাঁরা।
শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাঁকুড়ার সোনামুখীর বিভিন্ন শিবের মন্দিরে দেখা বাবার মাথায় জল ঢালার ভক্তদের ঢল । সকাল থেকেই দূরদূরান্ত থেকে জল নিয়ে এসে ভিড় জমিয়েছেন মন্দিরে মন্দিরে । সারা বছর বাবার ভক্তরা অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের সোমবারের দিকে । তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভিড় একটু কম দেখা যায়। তবে কোন ভক্তদের মুখে মাস্ক চোখে পড়লো না।
বাবার মাথায় জল ঢালতে এসে দুই ভক্ত বলেন , বাবার মাথায় জল ঢালতে এসেছি বাবা আমাদেরকে রক্ষা করবেন তাই মাস্ক পড়ার কোন প্রয়োজন নেই । আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কৃপায় গোটা বিশ্ব থেকে যেন এই করোনা ভাইরাস বিলুপ্ত হয়ে যায় এবং গোটা বিশ্ব আগের ছন্দে ফিরে আসুক সাধারণ মানুষ ফিরে পাক সুস্থ স্বাভাবিক জীবন ।