অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ ভ্রাম্যমান বসন্ত উৎসব একটুকরো যেন শান্তিনিকেতন। বসিরহাট মহকুমার শহরে দেখা গেল বসন্ত উৎসব। টাকি ও ইটিন্ডা রোড এস এন মজুমদার রোড হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের উৎসবের গান চালিয়ে অভিনব ভ্রাম্যমান বসন্ত উৎসবে মাতলো বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা। বাদ গেল না পথচলতি মানুষ অভিভাবক অভিভাবিকা। এই বসন্ত উৎসব এর অভিনব উদ্যোগে মাতলেন শহর বসিরহাটের বসন্ত প্রেমী মানুষেরা। কিন্তু যেভাবে করোনাভাইরাস এর মারণ থাবা জাকিয়ে বসেছে। যেভাবে রাসায়নিক চায়না রং ছেয়ে গিয়েছিল বিগত বছরগুলোতে বসন্ত উৎসবে এবার সতর্ক দেশবাসী । ভেষজ রং অতিরিক্ত ব্যবহার করার জন্য মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি স্কুলগুলোর । ভেষজ রংয়ের চাহিদাও বাড়ছে এবার বসন্ত উৎসবে।
গোটা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। সেদিকে ইতিমধ্যে সরকারি ও বেসরকারি স্কুল সচেতনতা নিয়েছে। যেমন বসিরহাটের একটি বেসরকারি স্কুল মাধ্যম সেনিটারি ন্যাপকিন, মাস্ক, স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বসন্ত উৎসবের জন্য সম্পূর্ণ ভেষজ জাতীয় বিভিন্ন রকমের রং ব্যবহার করা হচ্ছে। রাসায়নিক রঙ থেকে তারা সম্পূর্ণ দূরে রাখছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা এমনকি অভিভাবকদের সচেতনতা দিচ্ছে। যে কোন রাসায়নিক ব্যবহার করবেন না, ভেশজ রং ব্যবহার করুন নিজেদের সুরক্ষিত রাখুন। সকাল থেকে বসন্ত উৎসবে মেতেছে সব ধর্মের মানুষ। পথচলতি মানুষদের গায়ে বিভিন্ন রকমের রঙ মাখিয়ে তাদেরকে একদিকে যেমন বলা হচ্ছে হারবাল জাতীয় রং ব্যবহার করতে, অন্যদিকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে সচনতার বার্তা দেওয়া হচ্ছে। রাস্তায় যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের নৃত্যের তালে তালে ছন্দ মিলিয়ে বসন্ত উৎসবে মেতেছে শহর বসিরহাট।মনে করিয়ে দিয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ছবি ।