অবতক খবর :: শিলিগুড়ি :: করোনা আতঙ্ক ঘিরে রেখেছে শিলিগুড়ির সব রাজনৈতিক নেতৃত্বদেরই। নিতান্ত কাজ না থাকলে বাইরে বের হব না,জানালেন পর্যটনমন্ত্রী।
পর্যটনমন্ত্রী গৌতমদেব জানালেন আমি ঘরে থাকছি নির্দিষ্ট নিয়ম মেনেই, আমি সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছি কোন সমস্যা হলে আমাকে জানাতে। আমি নিজেও দেখছি যাতে কোথাও কোন সমস্যা না থাকে। একই সুর মেয়র অশোক ভট্টাচার্যের গলাতেও তিনিও জানালেন আমাদের সবাইকে একসাথে এই রোগের মোকাবিলা করতে হবে। আমরা সাবাইকে অনুরোধ করছি যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখা যায়।
১৪নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত জানালেন নিজেকে ঘরবন্দী করে রেখেছেন বাড়িতে থাকলেও নজর রাখছি নিজের ওয়ার্ডের দিকেও বাইরে থেকে কিংবা বিদেশ থেকে কেউ আসলে জানাতে বলেছি, এখন সবজায়গা থেকেই লোক বিদেশ চলে যাচ্ছে কাজেই নজর তো রাখতেই হবে আমাদের। একই সুর পুরনিগমের ১২নং ওয়ার্ডের কাউন্সিলার নান্টু পালের গলাতেও তিনি জানালেন আমি সকালেই একবার ওয়ার্ড ঘুরে নিয়েছি এখন ঘরেই থাকবো, একই অবস্থা দুলাল দত্ত এবং মানিকদেরও সবমিলিয়ে করোনা আতঙ্ক ভারতের সব রাজনৈতিক দলকে একজায়গাতে এনে ফেলেছে।