অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- করোনা আবহে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন পূর্বস্থলীর ফুলচাষিরা।শীতকালীন মরশুমে পূর্বস্থলীর কাস্টশালী, পলাশপুলি, পারুলিয়া সহ একাধিক এলাকায় অধিকাংশ মানুষই ফুলের চাষ করে জীবিকা নির্ভর করেন। বিঘের পর বিঘে জমিতে শুধুই ফুল চাষ করেন চাষিরা।

পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভিনরাজ্যে পাড়ি দেয় পূর্বস্থলীর ফুলের চারা। কিন্তু করোনা আবহে ছবিটা এ বছর একটু অন্যরকম, ট্রেন চালু হওয়ার পর ফুলের চারা বাইরে নিয়ে গেলে সেই ভাবে নিতে চাইছেন না মানুষজন।

করোনা প্রভাবে বাইরের মানুষের হাত থেকে ফুলে চারা কিনতে চাচ্ছেন না অনেকেই, ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ফুলচাষিরা। পাশাপাশি মধ্যবিত্ত মানুষের হাতে পয়সা না থাকার জন্য তারাও ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না ফুলের গাছ।

অন্যান্য বারের তুলনায় এ বছর ফুলের গাছের দামও বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার ফলে বাইরে থেকে শীতকালীন ফুলের বীজ আনতে পারেননি এই এলাকার ফুল চাষিরা, যার ফলে অধিকাংশ শীতকালীন ফুলই এবার উধাও নার্সারিগুলো থেকে।

এই পরিস্থিতিতে সরকার পাশে দাঁড়িয়ে অনেকটা সহযোগিতা করেছিলেন খাদ্য থেকে শুরু করে রেশন সবই বিনামূল্যে পাওয়া গেছে, যদি এই দুঃসময়ে পশ্চিমবঙ্গ সরকার পাশে না থাকতো তাহলে এই ফুল ব্যবসায়ীরা আরো সমস্যার সম্মুখীন হতে হতো।

এই করোনা পৃথিবীতে থেকে কবে যাবে আর মানুষ নির্বিঘ্নে কাজকর্ম করতে পারবে ,আর দুটো পয়সা রোজগার করতে পারবে , কতদিন প্রশাসনে ভরসায় থাকবে এই রোজ আনা রোজ খাওয়া মানুষজন তাকিয়ে রয়েছে এই ভ্যাকসিন ওষুধের দিকে।