উৎপল রায় :: অবতক খবর :: ময়নাগুড়ি :: ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রানীর হাট মোড় এলাকার নারীরা রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে জলঢাকা নদীর জলে স্নান সেরে করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধর নদীর তীরে পূজা করেন। তাদের এমন ভক্তিশ্রদ্ধা দেখে হতবাক হয়েছেন অনেকেই।
গ্রামবাসীদের বিশ্বাস, করোনা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই দেবীকে তুষ্ট করতে পারলে এই রোগ পালাবে ! সে জন্যেই মহিলারা সমবেত হয়ে ওই পূজা করতে শুরু করেছেন। করোনা দেবী পূজার এই বার্তা আমাদের ফের মধ্যযুগে টেনে নিয়ে গেল। যে সময় সাপের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্যে মানুষ শুধুমাত্র ভয়ে মনসা দেবীর পূজা শুরু করেছিল। এই কথাগুলো আমরা মনসামঙ্গল কাব্যে পাই।
স্থানীয় বাসিন্দা জগদীশ রায় বলেন, ‘”ভয়ানক করোনাকালে মাস্ক ছাড়া, সোশ্যাল ডিসটান্সিং ছাড়া মানুষ করোনা মায়ের পুজো দিতে ব্যস্ত হয়েছে! কুসংস্কার কোনকালে মরবে? মানুষ কবে বিজ্ঞানকে গ্রহণ করবে?”