নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: ওন্দা কোভিড হাসপাতাল অর্থাৎ ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে জেলার বিভিন্ন প্রান্তের করোনায় আক্রান্ত ৪৬ জন এই কোভিড হাসপাতলে ভর্তি ছিলেন। তাদের মধ্যে থেকে আজ ২৩ জন করোণা আক্রান্ত রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এই প্রথমবার এই হাসপাতাল থেকে বড় অংকের করণা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়া পেলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় হাসপাতালে গেটের সামনে সুস্থ হয়ে বাড়ি ফেরার ২৩ জনের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়ক পুষ্পস্তবক ও মিষ্টি, মাস্ক, স্যানিটিইজার ইত্যাদি তুলে দিয়ে তাদের উৎসাহিত করলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রতিদিন জেলায় দফায় দফায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বাঁকুড়া জেলায় গণনা আক্রান্তের সংখ্যা ৭০ ছাড়িয়ে গিয়েছে। একদিকে যেমন দফায় দফায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মোট আক্রান্তের ৫০ শতাংশেরও বেশি রোগী ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা বাইরে থেকে এই জেলায় এসেছেন। তাই আক্রান্তের মধ্যে প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলেই দাবী প্রশাসনের। যদিও এখনো পর্যন্ত গোষ্ঠী সংক্রমনের কোন খবর নেই বাইরে গিয়ে করোনো আক্রান্ত হয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন আক্রান্তরা। আজ তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে খুশি ।