অবতক খবর ,বসিরহাট ::করোনা আতঙ্ক নিয়ে গুজবে চিকিৎসকের সামাজিক বয়কটের খবর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সতর্ক প্রশাসন।করোনা আতঙ্কের গুজবে সামাজিক বয়কটের মুখে পড়েছিল খোলাপোতার চিকিৎসক পরিবার, তাদের পাশে দাঁড়ালো বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার পুলিশ কর্তৃপক্ষ। বসিরহাটের মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সেনাপতির নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় খোলাপাতা গ্রাম পঞ্চায়েত প্রধান অপরেশ মুখার্জি সামাজিক বয়কটের মুখে পড়া মণ্ডল পরিবারের পাশে সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একদিকে যেমন পুলিশ প্রশাসন তাদের পাশে আছে, অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত চিকিৎসক পরিবারের পাশে সর্বদা রয়েছে।

করোনা নিয়ে কেউ গুজব ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে ও পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসন। যারা এর সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে মোবাইল ফোন ট্র‍্যাক করে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশ প্রশাসন। পাশাপাশি পঞ্চায়েত থেকে সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে চিকিৎসক পরিবারের পাশে। ইতিমধ্যে করোনা রুখতে স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ডওয়াশ সব রকম বিনামূল্যে দেওয়া হচ্ছে।