অবতক খবর,৮ জানুয়ারি,বাঁকুড়া:- করোনা পরিস্থিতির জের বন্ধ বিষ্ণূপুরের পোড়ামাটির হাট। বেশ কয়েক বছর আগে বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে জেলার হস্তশিল্প, সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরতে বিষ্ণুপুরে জোড় শ্রেনীর মন্দির চত্বরে প্রতি শনিবার ও রবিবার বসে পোড়ামাটির হাটের আসর।
খুব কম সময়ে এই হাট পর্যটকদের কাছে ও বিষ্ণুপুরের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠে। বিষ্ণুপুরের পর্যটনের বিকাশে এই হাট গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছিল। হাটে হস্তশিল্প সামগ্রীর বিকিকিনি ও সংস্কৃতির মেলবন্ধন পর্যটকদের কাছে বড় আকর্ষন হয়ে উঠেছিল পোড়ামাটির হাট।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশিকা পর্য্যন্ত পোড়ামাটির হাট বন্ধ করল বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। আগেই পড়েছে মন্দিরের শহরে মন্দিরে তালা এবার তালা পড়ল বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। এর ফলে ফের মুখ ধুবড়ে পড়ল বিষ্ণুপুরের হস্তশিল্প ও বিষ্ণুপুরের পর্যটন শিল্প। কখন ফিরবে সুদিন সেদিকের তাকিয়ে বিষ্ণুপুরের জনগন।