অবতক খবর,২৭ এপ্রিল: আজ কাঁচরাপাড়া পৌরসভার আধিকারিক প্রদীপ দাস একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেন। কাঁচরাপাড়ার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি ও অন্যান্য সদস্য, থানা প্রশাসন ও পৌর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুদামা রায়,প্রাক্তন উপ পৌর প্রধান মাখন সিনহা,ইও অশোক মন্ডল। আজকের আলোচনার মূল বিষয় ছিল করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে। প্রদীপ দাস সকলের উদ্দেশ্যে বলেন, “গতবারের তুলনায় এবার পরিস্থিতি আরো ভয়াবহ।করোনা মোকাবিলায় গতবার সকলের অর্থাৎ থানা প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ী সমিতি, সকলের ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সুতরাং আপনারা এইবারও গতবারের মতো সচেতন হোন এবং কড়া পদক্ষেপ নিন। কারণ আপনারা আমাদের সমাজের এক একটা পিলার। যদি একটা পিলার ভেঙে পড়ে তবে গোটা সমাজ ব্যবস্থায় তার প্রভাব পড়বে।”
তিনি ব্যবসায়ীদের প্রস্তাব দেন যে, সমস্ত দোকান একই দিনে না খুলে নিজেরা আলোচনার মাধ্যমে অল্টারনেটিভ ডে’তে দোকান খুলুন। এর পাশাপাশি নিয়ম করে বিভিন্ন দোকানে,বাজারে স্যানিটাইজেশনেরর ব্যবস্থা করতে হবে। মাস্ক ছাড়া কাউকে একটি জিনিসও বিক্রি করবেন না। এরকম একটি ফরমান জারি করার প্রস্তাব রাখেন তিনি।
এই আলোচনার পর ব্যবসায়ীরা পাল্টা প্রশ্ন করে বলেন, গতবার যেমন পৌরসভার পক্ষে বিভিন্ন দোকান বিভিন্ন অঞ্চল স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছিল,সেটা এবছর করা হবে না কেন?
বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। আগামী আলোচনায় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে পৌরসভার পক্ষে জানানো হয় ব্যবসায়ীদের।
তবে লকডাউন নিয়ে কোন আলোচনা হয়নি এই বৈঠকে।