অবতক খবর :: কালিম্পং :: ২১এপ্রিল :: করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে দেশজুড়ে। সংক্রমণ প্রতিরোধে তাই ক্রমেই সক্রিয় হয়ে উঠছে সরকার ও প্রশাসন। সমগ্র রাজ্যের সাথে সাথে কালিম্পং প্রশাসনও একই রকম সক্রিয়তায় নিজর রাখলো।
আজ থেকে কালিম্পং এর অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,নিতান্তই জরুরী কাজ থাকলে তবেই একমাত্র বাড়ি থেকে বের হতে পারবেন কোনও ব্যক্তি। তবে বৈধ কাগজপত্র দেখাতে হবে। তবে কোনও চারচাকার গাড়ি বা অন্য গাড়ি বাইরে যেতে গেলে আগাম পারমিশন নিয়েই বের হতে হবে।