অবতক খবর :: শিলিগুড়ি :: ১১ জুন :: গোটা শিলিগুড়ি জুড়ে চলছে স্যানিটাইজেশন। আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে কো-অর্ডিনেটরের নির্দেশে ওয়ার্ডে স্যানিটাইজ করবার কাজ শুরু হল। গতকাল শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে করোনা পজিটিভ কেস সামনে আসে। স্বাভাবিক ভাবেই ছড়ায় চাঞ্চল্য। তড়িঘড়ি সব ওয়ার্ডে স্যানিটাইজেশন করবার নির্দেশ দেন মেয়র।
খবর যায় ওয়ার্ড কো-অর্ডিনেটরদের কাছেও। তাদের নির্দেশে ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ করবার কাজ শুরু করেন পুরকর্মীরা। এক পুরকর্মী জানান,” এখন থেকে রোজই প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়ি স্যানিটাইজ করা হবে,কিন্তুু একদিনে তো একটি ওয়ার্ড স্যানিটাইজ করা সম্ভব নয়। প্রতি দিনে দু-তিনটি রাস্তা স্যানিটাইজ করা হবে।”