অবতক খবর,২৭ আগস্ট:পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর সফর করলেন, এই করোনা প্যানডেমিক সিচুয়েশনে করোনার প্রটোকল না মেনে মাক্স ছাড়াই বিলাসবহুল ভাবে গঙ্গাসাগর সফর করলেন কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল,

এই প্রকল্পটি রাজ্যের অন্যতম বৃহৎ জল প্রকল্প। এই প্রকল্প চালু হয়ে গেলে জেলার আর্সেনিকপ্রবণ এলাকার কয়েক লক্ষ মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। কিন্তুু নানান কারণে এই প্রকল্পের কাজ ধীর গতিতে এগোচ্ছে, এদিন কোভিড প্রটোকল না মেনে মাক্স ছাড়া সাগরতট ঘুরে দেখেন তাঁরা, তারপর রাতে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সন্ধ্যারতিতে যোগ দেন তাঁরা ওখানেও তাদের কারোর মুখে মাক্স ছিলনা, ওই দলের নেতৃত্বে আছেন কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল। সঞ্জয় জয়সওয়াল বলেন, কমিটির সদস্যরা এ রাজ্যে জলজীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্প নিয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাও আমরা আলোচনা করবো,

কিন্তুু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যেহেতু এই করোনা প্যানডেমিক সিচুয়েশনে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সমগ্র মানুষকে সচেতন করানো হচ্ছে, ঠিক সেই সময় কেন্দ্রের প্রতিনিধি দলের এইভাবে মাস্ক ছাড়াই বিলাসবহুল ভাবে কোভিড প্রটোকল না মেনে গঙ্গাসাগর সফর, ভাবাচ্ছে এলাকার মানুষকে।