অবতাক খবর, হক জাফর ইমাম, মালদা :: করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে মালদার রাজপথে বসন্ত উৎসবে শামিল হলো অগনিত মানুষ। ডান্ডিয়া নৃত্য সহকারে গোটা শহর পরিক্রমা করে বসন্ত উৎসব উপলক্ষে এক প্রভাতফেরী। একটি নিত্য সংস্থার উদ্যোগে সোমবার আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। এই মর্মে এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল গোটা মালদা শহর জুড়ে।

আট থেকে আশি, হলুদ এবং লাল পড়া শাড়ি পড়ে প্রভাতফেরিতে পা মেলান মহিলারা। জানা যায় পরে এই প্রভাতফেরি গিয়ে শেষ হয় শুভঙ্কর শিশু উদ্যানে। সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় বসন্ত উৎসব। একে অপরের গালে রং বাহারি রঙ মাখিয়ে এবং আলিঙ্গন করে বসন্ত উৎসবে শামিল হয় সকলে।