অবতক খবর, মুর্শিদাবাদঃ শনিবার মুর্শিদাবাদের করোনা ভাইরাস নিয়ে একটি বিশেষ আলোচনা সভায় করা হলো। মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানালেন যে , ভারতবর্ষে তিনটি ছেলে কেরলে থেকে চীনে পড়াশোনা করতে গিয়েছিল, সেখানে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন তারা সুস্থ।
ইতালি থেকে ১৬ থেকে ১৭ জন পর্যটক ভারতে ঘুরতে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, তাদের যে ডাইভার সে ভারতের।। সুতরাং ভারতে করোনাভাইরাস সেই ভাবে আসেনি। এটি চীন থেকে এসেছে, তবে কিছু কিছু দেশ মধ্যপূর্বের দেশগুলি এই ভাইরাসে আক্রান্ত। এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। দিল্লির স্বাস্থ্য দফতর ও রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়েছে সেইগুলি জেলার বিভিন্ন প্রান্তে সঠিকভাবে মেনে কাজ করবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।