অবতক খবর :: দক্ষিণ ২৪ পরগনা ::     করোনা ভাইরাস প্রতিরোধে পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে গতকাল সকাল থেকেই একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছিল। সাতসকালেই খবরের কাগজের মধ্যে দিয়ে প্রায় ১৫০০ লিফলেট বিলি করা হয়।

 

পতিরাম এবং পারপতিরামের বিভিন্ন প্রান্তিক এলাকা গুলোতে যেমন– হারপুর, ঝাপুর্সী, বর্ষাপাড়া, চকহায় পাহানপাড়া, ফরিদপুর,বিদয়পুর, মথুরাপুর এবং পারপতিরামের তুড়িপাড়া, প্রসাদপাড়া এই সব এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কী কী করণীয় এবং অযথা আতঙ্কিত না হওয়ার এই বার্তা দেওয়া হয়।

 

 

বোঝানোর চেষ্টা করা হয় যাতে বাড়ির সকলেই ভালো করে হাত পা পরিষ্কার রাখে। হাঁচি এলে হয় রুমাল দিয়ে নয়তো কনুই দিয়ে ঢাকা। বাইরে থেকে অর্থাতৎ অন্য রাজ্য থেকে ঘুরে এলে বা কাজ থেকে এই সময় ফিরে এলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। সাথে এটাও বলা হয় সাধারণ সর্দি,জ্বর,কাশি মানেই করোনা আক্রান্ত নয়।

 

তার সাথে গুজবে কান না দেবার অনুরোধ করা হয়। সেই এলাকা গুলোতে পোস্টারিং করা হয় ব্যাপক পরিমাণে। পরশু সন্ধ্যেতেই গোটা পতিরামে করোনা সংক্রান্ত ফ্লেক্স লাগানো হয়।