অবতক খবর : হালিশহর স্বপ্নপূরণ (সেচ্ছাসেবী সংস্থা)প্রতিষ্ঠিত হয় এবছরের ১০ জুন।

করোনা মহামারীর আক্রমণ গোটা বিশ্বজুড়ে। মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। দেখতে দেখতে আমরা লকডাউন পরিস্থিতির ৫মাস অতিক্রম করে ফেলেছি। আর ও যে কতদিন এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে তা অজানা। বর্তমান পরিস্থিতির এইরকমই জ্বলন্ত দৃষ্টান্ত বীজপুর অঞ্চলের কিছু ভবঘুরে মানুষ। সেইসব মানুষের কথা মাথায় রেখে “হালিশহর স্বপ্নপূরণ” রামপ্রসাদ ঘাট অঞ্চল, রামপ্রসাদ ভিটা অঞ্চল এবং কাচরাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ৬০টি অসহায় ভবঘুরে পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী তুলে দেয় গত ১৩ই আগস্ট।

এই স্বেচ্ছাস্বেবী‌ সংগঠনে রয়েছেন প্রীতম দাস ,স্নেহা ঘোষ ,প্রত্যয় দাস, সন্দীপ দে, সৃজা দত্ত, সায়ন দাস, সৌরভ হালদার প্রমুখ ব্যক্তিবর্গ এবং তারা এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই তৎপর হয়েছে।

এই সংস্থার সাথে যারা সক্রিয় ভাবে যুক্ত, তারা জানান যে, তারা একইভাবে মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু পর্যাপ্ত অনুদানের অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে আসতে হয়। তবুও সমস্ত প্রতিকূলতার মাঝেও তারা এগিয়ে যেতে চান।