অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর :: করোনা মোকাবিলায় গঙ্গারামপুর থানা চত্বরে বসলো অলবডি সানিটাইজাই মেশিন। আজ থেকে শুরু হলো এই সানিটাইজ মেশিনের সুবিধা।
জানা গেছে গঙ্গারামপুর থানা চত্বরে যে সমস্ত মানুষজন আসবে কিংবা গঙ্গারামপুর থানায় যেসমস্ত পুলিশকর্মী ও সিভিক ভোলেনটিয়ারা কাজ করে তাদের কেউ সানিটাইজ করে প্রবেশ করতে হবে থানায়।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই গঙ্গারামপুর সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা ছিল গ্রিনজোনে। কিন্তু গত ১৬ই মে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে ৩ পরিযায়ী শ্রমিকের শরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। পরবর্তীতে ফের কুশমন্ডি,কুমারগঞ্জ,গঙ্গারামপুর ও তপনে আরো ৪জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে। সব মিলিয়ে এখন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৭জনের শরীরে পাওয়া গেলো কোরোনা ভাইরাসের হদিস। যদিও তাদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগেই কোরোনা মোকাবিলায় গঙ্গারামপুর থানা চত্বরে বসানো হয়েছে থার্মাল স্কেনিং সহ হাত ধোয়ানোর ব্যাবস্থা। এর সাথে সাথে গঙ্গারামপুর থানায় কর্তব্যরত পুলিশ কর্মী ও থানায় আশা সাধারণ মানুষের কথা চিন্তা করে গঙ্গারামপুর