অবতক খবর, সংবাদদাতা :: নোবেল করোনাভাইরাস নিয়ে এখন সারা বিশ্ব আতঙ্কে হাহুতাশ করছে। প্রত্যেকেই এর থেকে মোকাবিলার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী যখন নিজেই 14 ঘন্টা ঘরে বসে থেকে ঘণ্টা-থালা বাজাতে বলেছেন তখন করোনা ভাইরাস মোকাবিলার ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে কেরাল সরকার । এই মারণ রোগের ভাইরাস মোকাবিলার জন্য সরকার কুড়ি হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার এই প্যাকেজের ঘোষণা করেন।

বিশেষভাবে উল্লেখ্য ইতিমধ্যে কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 25 জন । তবে যারা আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকের  সঙ্গে কোনো না কোনোভাবে বিদেশি যোগাযোগ আছে । শুধু কেরলের সম্পর্কেই নয় সারাদেশে ইতিমধ্যে যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে তাদের কোনো-না-কোনো ভাবে বিদেশি যোগাযোগ রয়েছে। তারা কেউই ভারতে থেকে ভাইরাসে আক্রান্ত হননি। এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন হয়নি এই রোগে এটাও কিন্তু পরিষ্কার।

কেরল সরকার এই রোগের মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। 25 জন রোগী সংক্রমণ ছাড়া আক্রান্তের সন্দেহে 65 জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে 31 হাজার 173 জন কে। আবার এদের মধ্যে থেকে 237 জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে।

কেরলে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের প্রয়োজনের জন্য সরকার 2000 কোটি টাকা বরাদ্দ করেছে ।এপ্রিল-মে মাসের মধ্যে গ্রামোন্নয়নের পেছনে এক হাজার কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন পিনরাই বিজয়ন। আর্থিক প্যাকেজের মধ্যে 500 কোটি টাকার স্বাস্থ্যর জন্য । 200 কোটি টাকা লোন রেশনের জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও তাদের মধ্যে এক হাজার কোটি টাকা খরচ করা হবে গ্রামোন্নয়নের পেছনে। সামাজিক সুরক্ষা খাতে 1320 কোটি টাকা যেটা 50 লক্ষ মানুষের মধ্যে বিলি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।