অবতক খবর,২৮ এপ্রিল ::    করোনা সংক্রমণের নিরিখে গোটা রাজ্যকে পৃথক তিনটি জোনে বিভক্ত করল রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারের তরফ থেকে তিনটি জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। তিনটি জোন যথাক্রমে রেড, অরেঞ্জ ও গ্রীণ জোন। রেড জোনে রয়েছে অতি সংক্রমণ প্রবণ এলাকা, অরেঞ্জ জোন হল যেখানে বিগত 14 দিনে নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি।

সরকার প্রকাশিত তালিকায় অরেঞ্জ জোনে রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা। এছাড়াও অরেঞ্জ জোনে রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং ও মালদা। অন্যদিকে রাজ্যে অরেঞ্জ জোনে রয়েছে দঃ 24পরগণা,হুগলি,পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,নদিয়া,মুর্শিদাবাদ।

যে সব জায়গায় থেকে করোনা রুগীর সংখ্যা লাগাতার বাড়ছে বা সংক্রমণ ছড়াচ্ছে বা নতুন নতুন রুগী পাওয়া যাচ্ছে সে সব এলাকা গুলি কে রেড জোনে রাখা হয়েছে ।এদিকে রেড জোনে রয়েছে কলকাতা,উঃ 24 পরগণা,হাওড়া,পূর্ব মেদিনীপুর।

রেড জোন থেকে গ্রীন জন হতে 28 দিনের সময় লাগে অর্থাৎ রেড জোন থেকে যদি 14 দিনে কোনো নতুন রোগীর সংখ্যা না পাওয়া যায় তাহলে তাকে অরেঞ্জ জোন বলে ঘোষণা করা হবে। আবার সেই আরেঞ্জ জোন থেকে আবার পরবর্তী 14 দিন ধরে কোন নতুন করোনা রুগী না পাওয়া গেলে সেই এলাকাকে গ্রীন জোন বলা হবে গণনা করা হবে।গ্রিন জোনে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।