অবতক খবর ,উত্তর ২৪ পরগনা ::শুক্রবার ২০মার্চ, বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এর উত্তর ২৪ পরগনা শাখা “করোনা সচেতনমতা” শিবির আয়োজন করে বারাসাতে। যেখানে পথচলতি সাধারণ মানুষকে ‘করোনা সচেতনতা পাঠ’ , মাক্স বিতরণ ও হাত মুখ ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সংগঠনের চিকিৎসকরা প্রয়োজনীয় উপদেশ দেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডাক্তার অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক ডাক্তার সুমিত কুমার সাহা, সংগঠনের রাজ্য প্রতিনিধি ডাক্তার ময়ূখ রায়, সহ-সভাপতি ডাক্তার অভিজিৎ ব্যানার্জি, নির্বাচিত সভাপতি ডাক্তার শুভজিৎ মজুমদার ,ডাক্তার বি এন দাস এবং মেডিকেল অফিসার ডাক্তার অনিমেষ মন্ডল ও ডাক্তার বজ্র দেব বর্মন উপস্থিত ছিলেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সুমিত কুমার সাহা জানান ,ডেন্টাল সার্জেনরা এই মুহূর্তে সব থেকে বেশি ইনফেকশন প্রবন, যেহেতু তারাই সর্বদা মুখগহ্বর নিয়ে কাজ করে এবং এই Pandemic CORONA situation এ তারা সর্বদা মানুষের সেবা দিতে বদ্ধপরিকর কিন্তু সরকারি নিয়ম মেনে খুব এমারজেন্সি না হলে সাধারণ মানুষকে গৃহবন্দি থাকার পরামর্শ দেন। তিনি আরো জানান ,এখন Corona outbreak infection to community অর্থাৎ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। শুধু নিজের হাত ও মুখ পরিষ্কার রাখা নয়, অন্যকে পরিষ্কার করতে উদ্বুদ্ধ করা এবং অবশ্যই সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখা জরুরি বলে তিনি মতামত দেন। সংগঠনের আরেক চিকিৎসক ডাক্তার বি এন দাস এবং সহ-সভাপতি ডাক্তার অভিজিৎ ব্যানার্জি জানান,অযথা মাক্স, স্যানিটাইজার নিয়ে গুজব না ছড়ানো, আমাদের সকলের কর্তব্য এবং কারা পড়বে আর কারা পড়বে না এবিষয়ে সরকারি নির্দেশিকা সকল জনসাধারণ কে মেনে চলার পরামর্শ দেন তারা।