বাজারে এখন তিনটি শব্দ। করোনা,সাবান আর মাস্ক। মানুষ নাজেহাল। কখন হবে,কার হবে! এ এক মহা আতঙ্ক গ্রাস করেছে মানুষকে।

করোনা স্পেশাল
তমাল সাহা

হারামির হাত বাক্স
এই করোনা।
ধুর শালা!
ঠেকাতে পারছে না
শবরীমালা!
জগন্নাথদেবেরই শুধু
করোনা হবেনা।
কারণ ওর হাত কোনদিনই
সাবান দিয়ে ধুতে হবেনা।

গোলি মারো শালোকো
বল্লেও শালা করোনা ভাগবে না।
মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে
জয় শ্রীরাম বল্লেও কিস্যু হবেনা।
দিদির বাড়ির জিভকাটা কালীও ঠেকাতে পারবেনা

দিদির এখন
চৌদ্দটি সুপার স্পেশালটি
হাসপাতালের গল্প,
শুনতে পাচ্ছ কি অল্প অল্প!

হারামজাদা করোনা
আশ্চর্য তার নিরীক্ষা,
নিচ্ছে ভালোবাসার পরীক্ষা!

বলোতো, প্রেমিক প্রেমিকারা
যায় কোথায়?
বিশ্বজুড়ে করোনা ছড়ায়।
— এই সাবধান!
এ ক’দিন আমাকে
যা যা করার করোনা।
ওষ্ঠ চুম্বন করোনা
কবুতর স্পর্শ করোনা
হাত পর্যন্ত ধরোনা।

বাবা বলে দিয়েছে,
এ ক’দিন কোত্থাও বেরুবে না।
মূর্খমন্ত্রীও কী কম আড়কাঠি!
স্কুল দিয়েছে ছুটি—
কোনো অজুহাতে
বাইরে বেরুনো যাবে না।
দিদি-মোদি কি করছে জানিনা।
ছুটি ঘোষণা—
এটাও একটা হারামিপনা।

লক্ষ্মীটি সোনা! রাজি হও,
তুমি আমি সাবানে হাত ধুয়ে
মাস্ক পরে চুমু খাবো
তাও হবেনা?

শালা, হারামির হাতবাক্স
তোর কপালে ঝাঁটা মারি
করোনা! করোনা!