অবতক খবর,৮ জানুয়ারি: শিশুদের মধ্যেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ (omicron) । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা হয়েছে এমন শিশুদের ৬৯.২ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। রাজ্যজুড়েই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, টিকার ডাবল ডোজ নেওয়ার পরেও করোনা হয়েছে এমন ১০০ শতাংশের মধ্যে ৮১ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
এখনও পর্যন্ত যতগুলি নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ৭১.২ শতাংশ ওমিক্রন, ৩.৭ শতাংশ ডেল্টা, ৬.৭ শতাংশ পরীক্ষায় কোনও ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বাকি ১৮ শতাংশ পরীক্ষা অসম্পূর্ণ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
এই প্রসঙ্গে চিকিৎসক জয়দেব রায় বললেন, শিশুরা মূলত আক্রান্ত হয় বাড়ির বড়দের থেকেই। তাই বড়দের উপসর্গ দেখা দিলেই নিজেদের আইসোলেট করতে হবে। যাতে তাদের দেখে শিশুরা সংক্রমিত না হন। সেই সঙ্গে আশার কথা, ওমিক্রন দ্রুত ছড়ালেও ততটা ভয়াবহতার জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না। তাই সাবধান হতে হবে, আতঙ্কিত নয়।
প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকে এই ঢেউতে (Corona Third Wave) বেশি আক্রান্ত শিশুরা। তাঁদের মধ্যে কী কী উপসর্গ দেখা যাচ্ছে , জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি।
- জ্বর , সর্দি , কাশি – মূলত ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
- অনেকক্ষেত্রে গা হাত পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে।
- এই ধরনের উপসর্গ থাকলেই ইদানীং পজিটিভ ফলই আসছে।
- সদ্যোজাতদের ক্ষেত্রে জ্বর তো আসছেই, উপরন্তু কান্নাকাটি করছে শিশু।
- জ্বর ১০২ বা ১০৪ ডিগ্রি অবধি যেতে পারে।
- শ্বাসকষ্ট দেখা যাচ্ছে না বললেই চলে।
শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩।