অবতক খবর , শিলিগুড়ি :     কর্পরেশনের উপরে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কোয়ার্ডিনেটারেরা। পাওয়া যাচ্ছে না কোন ভাতা। আসছে না বার্ধক্য ভাতা,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাও। বার বার এসে ঘুরে যাচ্ছেন ভাতার জন্য।

এদিকে বলতে বলতে হতাশ ওয়ার্ড কোয়ার্ডিনেটাররাও। এ নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছেন তারা। কয়েকজন কোয়ার্ডিনেটার সরাসরি ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন এত দিন হয়ে গেল। পূজো এসে গেল তবুও দেখা নেই ভাতার। তাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে আসেনি বলতে বলতে। বিশেষ করে পূজো এসে যাওয়ায় তাদের চাহিদাও বেড়েছে।

করোনা পরিস্থিতিতে সবারই খারাপ আর্থিক অবস্থা। তাই সবাই ভাতার জন্য ব্যাকুল। এ নিয়ে মুখ খুললেন শিলিগুড়ির ১৪নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত। তিনি জানালেন আমি অনতত পাচশো বার ফিরিয়ে দিয়েছি মানুষকে। আমার নিজেরই খারাপ লাগছে। আর আমি অবাক এতদিন হয়ে গেল ভাতা না দিয়ে থাকছে কি করে শিলিগুড়ির প্রশাসক বোর্ড। বয়ষ্ক মানুষগুলো ফিরে যাচ্ছেন বারবার। এটা তো অন্যায় হচ্ছে।
এ নিয়ে অশোক ভট্টাচার্য্যকে জিঞ্জাসা করা হলে তিনি জানালেন একটু সমস্যা ছিলো তবে পূজোর আগে সবাই টাকা পাবেন। আমি চেষ্টা করছি যাতে পূজোতে কেউ হতাশ না থাকে।