অবতক খবর,২৫ মে: কান চলচ্চিত্র উৎসবে প্রথম অভিনেত্রী হিসাবে ‘আন শার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন অভিনেত্রী আনসূয়া সেনগুপ্ত।
নতুন করে ইতিহাস রোচনা করলেন কলকাতার মেয়ে আনসূয়া। যা আগে কখনো হয় নি
তা-ই হল এ বছর ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে। তাঁর ‘দ্যা সেম লেস ছবির জন্য। এই প্রথম কান চলচ্চিত্রে কোনো ভারতীয় বিভাগে পুরস্কৃত হলেন।
তবে আনসূয়ার কর্ম জীবন শুরু চলচ্চিত্র হাত ধরে। বাংলা ছবিতে অঞ্জন দত্তের সাথে ম্যাডালি ছবিতে কাজ করেছেন তিনি।
কলকাতার লেক গার্ডেনের মেয়ে অনসূয়া যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র । বরাবরি তার অভিনয়ের প্রতি ঝোক বেশি
তাই পড়াশুনার পাশাপাশি অভিনয়টাকেও তিনি বেশি প্রাধান্য দিতেন । মাত্র চার দিনের শুট করা এই ছবির হাত ধরে শ্রেষ্ঠ অভিনেত্রীর তিনি। তবে শুধু অভিনয় করেন এমনটা নয়, অনসূয়া বলিউডে প্রোডাকশান ডিজাইনার হিসেবে পরিচিত।
সৃজিত মুখোপাধ্যায়ের “রে” সিনেমায় কাজ করেছেন তিনি।