অবতক খবর,২৫ ফেব্রুয়ারী: কলকাতায় হাড়হিম করা ঘটনা। এবার উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি মুণ্ডহীন দেহ। তাও আবার তা টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে।মঙ্গলবার সকালে আহিরীটোলার কাছে, কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় উত্তর বন্দর থানায়। ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহ। দুই মহিলাকে আটক করেছে পুলিশ। তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা।
স্থানীয়দেব দাবি, দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, হাসনাবাদ লাইনের কাজিপাড়া থেকে তাঁরা ট্রেনে করে এসেছেন।