অবতক খবর,১০ মার্চঃ

*স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত*

এদিক সেদিক থেকে অনেক লোক নানা সময়ে আমাদের দলে এসেছে। আবার গেছে। এই কালচারটা তৃণমূল কংগ্রেসের। ওরা কি, আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। চাকরি নেই। ডিএ নেই। রাস্তাঘাটে টাকা ছড়ানো। রাস্তায় গাড়ি ধরলে টাকা বেরোচ্ছে। বাড়িতে টাকা। অনুব্রত যতদিন এখানে ছিল, অনেকে মুখ খোলেনি। ও দিল্লী যেতেই বহু জায়গা থেকে তার টাকার খবর পাওয়া যাচ্ছে। আরও পাওয়া যাবে। এই দুর্নীতির বিস্তার কল্পনাতীত।

*ডায়মন্ড হারবারের অমিত সাহার চাকরি*

আরও অনেক বিভাগ সামনে আসবে। কাল আরেকটি পরীক্ষার কথা সামনে এসেছে। ২০১১ সালের পর রাজ্যের সমস্ত চাকরি পরীক্ষায় দুর্নীতি হয়েছে। সামনে তথ্য এলে জানা যাবে। সার্ভার থেকে পাওয়া যাবে। সিবিআই ইডি বের করার আপ্রাণ চেষ্টা করছে। অত্যন্ত বড় মাপের স্ক্যাম। সময় লাগছে।

*ভাষা সমস্যায় কেষ্ট?*

ওনার ডায়লগ শুনেছি। উনি সব ভাষাই জানেন। ঠিক সময়ে বলবেন। অপেক্ষা করুন।

*আজ ধর্মঘট*

পেন ডাউনের দিন সেম হুমকি দিয়েছিল। কিন্তু পেন ডাউন হয়েছে। সরকারের কাছের লোকেরাই আজ বিরুদ্ধে চলে যাচ্ছে। এতো ছুটি দেওয়া হচ্ছে। তাই ডিএ পাবে না, এ কোন যুক্তি? তাহলে তো এবার বলবে ঈদ আর পুজোয় এক মাস করে ছুটি দিয়ে দিচ্ছি। মাইনে দেব না। বাকি রাজ্য দিলে আপনাকেও দিতে হবে। মমতা নিজে আজ পর্যন্ত ৭৬ বার বনধ ডেকেছেন। ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তিনি আজ বনধ করতে মানা করছেন? তার একথা বলার অধিকার আছে? তাও আমি অনুরোধ করব, এ রাজ্যের প্রশাসনিক অবস্থা অত্যন্ত খারাপ। রাজ্যের মানুষের মুখের দিকে তাকিয়ে, তাদের পরিষেবা থেকে বঞ্চিত না করে আন্দোলন করুন। রাজ্যের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন। কোমরের কাপড় যে সাপ হয়ে যাবে, এটা রাজ্যের মানুষ বুঝতে পারেন নি। তাই প্রায়শ্চিত্ত করা উচিৎ। কিন্তু বনধ না করলেই ভালো হয়।

*লক্ষ্য ২০২৪, এজেন্সি দিয়ে সার্ভে বিজেপির*

এ ধরনের সার্ভে আগেও করেছি। পিকেও এক সময় আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা আমাদের কর্মীদের ওপরেও আস্থাশীল।