অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- আজ বাম ছাত্র যুব সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযান এর ডাক দেওয়া হয়েছে।বাম নেতৃত্ব জানিয়েছে হাওড়া স্টেশনের কাছ থেকে মিছিল করে কলকাতায় যাওয়া হবে।

সেখান থেকে অভিযান হবে।যদিও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কোনো ঝুঁকি নেওয়া হয়নি।হাওড়ার দিক থেকে যদি অভিযান হয় সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের আটকানোর জন্য হাওড়া শহরে মোট ছয়টি জায়গায় ব্যারিকেড করে তাদের আটকানো ব্যবস্থা নেয়া হয়েছে।

হাওড়া রেল মিউজিয়াম , বাঁশতলা ঘাট, ফরশর রোড,মল্লিক ফটক, বেতর মোড় লক্ষ্মীনারায়ণ তলার এই বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি ও ব্যারিকেড করে তাদের আটকানো ব্যবস্থা করা হয়েছে।

 

রাখা হয়েছে জল কামান।পাশাপাশি বাম সংগঠনের নবান্ন অভিযান সফল করার নিয়ে তারাও তৈরি রয়েছেন তাদের প্রস্তুতি চলছে জোড় কদমে।হাওড়া ব্রিজের পাশে দেখা গেছে ব্যারিকেড যেখানে করা হচ্ছে সেখানে ইট-পাটকেল পড়ে রয়েছে। সেগুলো পুলিশ প্রশাসনের তরফ থেকে জেসিবি মেশিন দ্বারা সরিয়ে দেয়া হচ্ছে যাতে আন্দোলনকারীরা কোনরকম ইটপাটকেল ছুড়ে কাউকে আঘাত না করতে পারে।