অবতক খবর,১ নভেম্বর,নয়াদিল্লি: দীপাবলিতে সব বাজি নিষিদ্ধ নয়। ফাটানো যাবে পরিবেশবান্ধব বাজি। কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট। অপব্যবহার বন্ধ করতে রাজ্যকে পদক্ষেপ নিতে হবে, জানালেন শীর্ষ আদালত।
আজ আদালতে হাজির ছিলেন সব পক্ষ। সব পক্ষই নিজ নিজ বক্তব্য পেশ করেন। সব শোনার পর এবং বিবেচনা করে দেখার পর হাইকোর্টের আদেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেখানে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ-এর কথা বলা হয়েছে। যেখানে ব্যবহারিক অসুবিধা কিছু রয়েছে যা নিয়ে কলকাতা হাইকোর্ট সঠিকভাবে ডিবেট করে নি অথবা বিবেচনা করেনি। যার কারণেই আজ সুপ্রিম কোর্টকে “কমপ্লিট বাজি ব্যান” এই আদেশ খারিজ করতে হলো।
পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি। অন্যদিকে সুপ্রিম কোর্ট এও বলেন যে, পুলিশকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বেআইনি যে বাজি গুলি রয়েছে সেগুলি বাজেয়াপ্ত করতে হবে পুলিশকে।