অবতক খবর,২৫ জুলাইঃ দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবীতে আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে বঞ্চিত হবু শিক্ষকদের বিচার চেয়ে দুপুর ৩টায় কলেজস্ট্রীট চত্বরে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিনের এই কর্মসূচীতে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী SSC দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এদিন তার কুশ পুত্তলিকা দাহ করার পাশাপাশি প্রতীকি নকল টাকার বৃষ্টিও করানো হয়। এই কর্মসূচীর জেরে কলেজস্ট্রীট চত্তরে যানজট সৃষ্টি হয় ফলে পুলিশের সাথে ছাত্র পরিষদ নেতৃত্ব বচসায় জড়িয়ে পরে। প্রায় ১ঘন্টা অবস্থান চলার পরে অফিস ফিরত নিত্য যাত্রীদের কথা ভেবে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।

উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস, নদীয়া জেলা ছাত্র পরিষদ সভাপতি অরিন্দম গোস্বামী, সাধারণ সম্পাদক বিমান মণ্ডল, রাজ্য সম্পাদক অরিজিৎ চক্রবর্তী, শাক্যদীপ বসু , সোস্যাল মিডিয়া চেয়ারম্যান ফারুক আহমেদ সহ ছাত্র পরিষদ কর্মীবৃন্দরা।