গত ৯ ফেব্রুয়ারি ২০২০, কল্যাণীতে আন্তর্জাতিক বাংলা ভাষাভবনে প্রকাশিত হল “মৈত্রীদূত” পত্রিকার বইমেলা সংখ্যা। এটি ২য় বর্ষের ২য় সংখ্যা। পত্রিকাটি দেয়াল পত্রিকা হিসেবে ১৯৭৯ সালে প্রথম প্রকাশ পায়। সম্পাদক শ্রীসুখেন্দু বিকাশ মৈত্রর তত্ত্বাবধানে ত্রাণমন্ত্রী শ্রীরাধিকা রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও শিক্ষাবিদ ড়রমা চৌধুরী পত্রিকা প্রকাশ করেন। বর্তমানে শ্রীসুখেন্দু বিকাশ মৈত্রের পুত্র শ্রীকুশল মৈত্র পত্রিকাটি পুস্তক আকারে প্রকাশ করে চলেছেন। এদিন পত্রিকা উদ্বোধন করেন সুখেন্দু বিকাশ মৈত্র, গায়েত্রী চ্যাটার্জী, তাপস গুপ্ত, হরিৎ বন্দ্যোপাধ্যায়, গোবিন্দ ব্যানার্জী, দিলীপ মিস্ত্রী মহাশয়। দূরদূরান্ত থেকে আসা প্রায় শতাধিক লেখক-সাহিত্যিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যেমন পরিমল মণ্ডল, জালাল উদ্দিন আহমেদ, দীপক সাহা, তমাল সাহা, রণজয় মালাকার, সংঘমিত্রা মুখার্জী, ময়ূখ হালদার, সীমা রায়, সুদীপ ভট্টাচার্য, প্রবীর রায়, শমিত মণ্ডল, রেখা ব্যানার্জী, সুরঞ্জন বিশ্বাস, প্রবীর সান্যাল, চন্দন সাহা, চৈতালী বসু প্রমুখ। পত্রিকা সম্পাদক কুশল মৈত্র বলেন, মৈত্রীদূত যেন সকলের কাছে মৈত্রীর বন্ধনে লেখার বাগান সুশোভিত হয়। ১১৬ পৃষ্ঠার মৈত্রীদূত কবিতা, গল্প, অণুগল্প, রম্য রচনা, প্রবন্ধ, নিবন্ধে, ভ্রমণ, চিঠিতে পূর্ণ রসদ পত্রিকা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস রায়।