অবতক খবর,২১ মার্চ: কল্যাণী সঙ্গম সিনেমা হলের পেছনে গয়েশপুর পৌরসভার আন্ডারে
ঝিল পার আছে, এখানে ছট পুজোর জন্য গয়েশপুর পৌরসভা থেকে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে,
এবং ঝিলের বিপরীতে যে রাস্তার পাশে ফাঁকা জায়গা আছে। সেই জায়গা গুলিতে গয়েশপুর পৌরসভা থেকে সেলফি জোন এবং সুন্দরভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গয়েশপুর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সপ্না অধিকারী মহাশয়া এই বিষয়টি বাধা দেওয়ার চেষ্টা করাতে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর পক্ষে যারা আছে এবং পার্শ্ববর্তী এলাকার যেইসব মানুষজন আছে তারা সকলে মিলে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারী মহাশয়কে ঘিরে ধরে বিক্ষোভ করে।
গয়েশপুর ফাড়ির পুলিশ প্রশাসন এসে বিষয়টি সামাল দেন।