অবতক খবর,২৯ অক্টোবর:  সকালে কল্যাণী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেতুতে গাড়ি দাঁড় করিয়ে, সেতুর উপরে উঠে নিচে ঝাঁপ দেন। তিনি সোজা গিয়ে নিচের রেললাইনে পড়েন,ফলে সাথে সাথেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের তৎপরতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি।