অবতক খবর,৭ ডিসেম্বর: আজ কল্যাণী বইমেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের উদ্বোধন করলেন মানিক গোপাল সোম,ভূতপূর্ব উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কবি ও সম্পাদক হান্নান আহসান। আজ এই প্যাভিলিয়ন উদ্বোধনের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা বিষয়ক আলোচনার সূচনা হয়। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তাভাবনা কত আধুনিক ছিল,তাঁর সমাজ বিষয়ক ভাবনা, তাঁর নারী চেতনা এবং সার্বিকভাবে সভ্যতার অগ্রগতিতে, একটা দেশের প্রগতিতে তাঁর ভূমিকা যে অনন্য তা তুলে ধরেন মানিক গোপাল সোম, ডঃ অলোক বন্দ্যোপাধ্যায় এবং অশোক কুন্ডু। এই আলোচনাটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং মনোগ্ৰাহী হয়ে উঠেছিল শ্রোতৃবৃন্দের কাছে। এদিন এই পর্বের সঞ্চালনা করেন লিটিল ম্যাগাজিন উপসমিতির যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায়। পরবর্তীতে শ্রুতি নাটক, আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৩৫ জন কবি কবিতা পাঠ করেন।