অবতক খবর,২৮ এপ্রিল: ২৮-২৯ এপ্রিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীর বিজ্ঞান বিভাগ ও ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেস, কলকাতা চ্যাপ্টারের যৌথ উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে “সাসটেইনেবল হেল্থ সায়েন্স ফর ফিউচার জেনারেশানস” থিমের উপর এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে আলোচনাসভার উদ্বোধন করেন ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেসের বর্তমান সাধারণ সভাপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এবং বিশেষ সম্মানীয় অথিতি প্রফেসর ড. বিজয়লক্ষ্মী সাক্সেনা। প্রধান অতিথির পদ অলংকৃত করেন ব্রিটিশ উপদূতাবাস, কলকাতার মাননীয় উপদূত মিষ্টার নিক লো মহাশয়।
বিশেষ অতিথির পদ অলংকৃত করেন বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেসের ভূতপূর্ব সভাপতি প্রফেসর ড. অশোক কুমার সাক্সেনা মহাশয়। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মানস কুমার সান্যাল।
ঐদিন সকাল দশটায় উদ্বোধনী সঙ্গীত, বিশিষ্ট অতিথিদের মঞ্চে উপবেশন এবং দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং জাতীয় সম্মেলনের সাংগাঠনিক সভাপতি প্রফেসর ড. গৌতম পাল এবং ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেস, কলকাতা চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর ড. মনোজ চক্রবর্তী।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রফেসর ড. বিজয়লক্ষ্মী সাক্সেনা। জাতীয় সম্মেলনের প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন প্রফেসর ড. অশোক কুমার সাক্সেনা। এছাড়াও বক্তব্য রাখেন মিষ্টার নিক লো মহাশয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. কেকা সরকার এবং বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি. এর ডিরেক্টর প্রফেসর ড. নন্দ কুমার ঘোষ।
সারা দেশ থেকে প্রায় একশো পঁচাত্তর জন গবেষক তাঁদের গবেষণাপত্র সূচারুভাবে দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সামনে তুলে ধরেন। আলোচনা সভাটি বক্তাদের দক্ষতায় অত্যন্ত মনোজ্ঞ হয়ে ওঠে।
জাতীয় সম্মেলনের অন্য আকর্ষণীয় দিকটি হল “চিল্ড্রেন্স সায়েন্স কংগ্ৰেস”। দেশের চিকিৎসা বিজ্ঞান গবেষণার উপরে আমাদের আর্থ-সামাজিক এবং মানুষের স্বাস্থ্য পরিস্থিতি নির্ভর করে। এজন্য গবেষণার ক্ষেত্র বাড়াতে হবে। গবেষণার অভিমুখ কি হবে তা নির্ধারণ করার জন্য স্কুল লেভেল থেকেই ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য চিল্ড্রেন্স সায়েন্স কংগ্ৰেসের আয়োজন করা হয়েছে। স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞানে আগ্ৰহী করে তোলার জন্য এটি একটা অভিনব উদ্যোগ।
রাজ্যের চল্লিশটিরও বেশি স্কুলের একশোর বেশি ছাত্রছাত্রী তাদের বিজ্ঞান ভাবনা অত্যন্ত আকর্ষণীয় মডেল এবং পোষ্টারের মাধ্যমে তুলে ধরে। সেরা তিনজন ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়। চিল্ড্রেন্স সায়েন্স কংগ্ৰেসের উদ্বোধন করেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সাধারণ সভাপতি অধ্যাপক বিজয়লক্ষ্মী সাক্সেনা। প্রধান অতিথি ছিলেন কল্যাণী পৌরসভার উপ পৌরপ্রধান বলরাম মাঝি। কিনোট অ্যাড্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপিকা ড. শর্মিলা সেনগুপ্ত। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্ৰহণে অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্ৰাহী হয়ে ওঠে। তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অর্গানাইজিং কমিটির সম্পাদক ড. শুভাশিস সাহুর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।