অবতক খবর,২২ নভেম্বর: কল্যাণী এইমস এবার পেল পোস্টমর্টেম করার অধিকার। এর আগে কল্যাণী এইমস এ কোন পোস্টমর্টেম করা হতো না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। পরিবেশগত কারণেও তাদের ক্লিয়ারেন্স আটকে ছিল। তবে কলকাতা হাইকোর্ট স্বতঃস্ফূর্তভাবে কল্যাণী AIIMS এ পোস্টমর্টেম করা নিয়ে হস্তক্ষেপ করেন।
তাছাড়া কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান,এত বড় একটি কেন্দ্রীয় সংস্থাকে কেন পোস্টমর্টেম করার জায়গা থেকে আটকে রাখা হয়েছে,তিনি রাজ্য সরকারকেও তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করার ও সব রকমের ক্লিয়ারেন্স দেওয়ার আহবান জানান।
পরবর্তীকালে এই ক্লিয়ারেন্স পাওয়া যায় এবং এবার কল্যানী AIIMS এ পোস্টমর্টেম করাতে আর কোন বাধা রইল না,এইমস কর্তৃপক্ষ এই বিবৃতি জানিয়ে একটি প্রেস বার্তাও জারি করেছে।