অবতক খবর,২৯ মার্চ: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। গ্রেফতার দুই বিহারের নালন্দার বাসিন্দা। নাম অভিজিৎ কুমার মনু কুমার।
উদ্ধার ১৪ লক্ষ টাকা ৮৪ টা সিম কার্ড ল্যাপটপ মোবাইল উদ্ধার। ভাটপাড়া আর্য সমাজ অঞ্চলে কল সেন্টার খুলে বসে ছিলেন এই দুই যুবক। সাধারণ মানুষকে ফোন করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদের থেকে টাকা হাতানোর অভিযোগ। গ্রেফতার করে ব্যারাকপুর সাইবার ক্রাইম ও ভাটপাড়া থানার পুলিশ আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।। আর এই চক্রের সঙ্গে কে কে যুক্ত আছে তাঁর ও খোজ চালাচ্ছে ভাগ করা থানার পুলিশ।