অবতক খবর,২ আগস্ট: করোনার মহাকাল। মানুষ অত্যন্ত উদ্বিগ্ন।তারা প্রত্যেকেই চাইছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিন। কাঁচরাপাড়া পৌরসভা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে,এই ভ্যাকসিনের জন্য আর কোন রেজিস্ট্রেশনের দরকার নেই। প্রতিদিন ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে দুটি অঞ্চল থেকে।
১. পৌরসভার ভ্যাক্সিনেশন কেন্দ্র থেকে।
২.নলিনী বসু রোডস্থিত টাংকের মাঠে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্র থেকে।
দুটি কেন্দ্রেই ২৫০ জন করে অর্থাৎ প্রতিদিন ৫০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে।
‘আগে আসুন,আগে ভ্যাকসিন নিন’ এই পদ্ধতি অনুযায়ী এই দুই কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।
২৫০ জন লাইন দেবার পর যে অতিরিক্ত ব্যক্তিরা থাকবেন তাদের প্রত্যেককে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা টোকেন দিয়ে দেবেন। সেই টোকেন নিয়ে পরবর্তী দিনে তারা ভ্যাকসিন নিতে পারবেন। এটি একটি সার্বজনীন প্রকল্প এবং নাগরিকদের জন্য একটি স্বাধীন ব্যবস্থার নির্দেশ জারি করা হল।