অবতক খবর, সংবাদদাতা :: আমাদের কাছে বারবার অভিযোগ আসছে যে,বীজপুরে কিছু বাইরের মানুষ ঢুকে পড়েছেন। যার জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ। এই নিয়ে অভিযোগ করা হচ্ছে বীজপুর থানায়। কিন্তু সেইভাবে তৎপরতা দেখাচ্ছে না বীজপুর পুলিশ প্রশাসন।
অন্য্ দিকে অভিযোগ এসেছে যারা বাইরে থেকে এসেছেন তারাই উল্টো অভিযোগ করছেন অভিযোগকারীর বিরুদ্ধে। এরকম ঘটনা ঘটেছে কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডে। আর আজ দেখা গেছে, কাঁচরাপাড়া ১৯ নম্বর ওয়ার্ডেও কাঁকিনাড়া থেকে তিনজন ব্যক্তি এসেছেন।
আতঙ্কিত মানুষ বারে বারে ফোন করে চলেছেন অবশেষে পৌর প্রশাসন বাড়িগুলি চিহ্নিত করে বাড়ির বাইরে নোটিশ লাগিয়ে দিচ্ছে যে,এই বাড়ি থেকে দূরে থাকুন। এই বাড়িটি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সুতরাং সতর্ক থাকুন,সুস্থ থাকুন,বাড়িতে থাকুন। একজন সচেতন নাগরিকের পরিচয় দিন।