অবতক খবর,১৯ জুলাই: কাঁচরাপাড়া অঞ্চলে লকডাউন কড়াকড়ি করা হয়েছে। ৩১শে জুলাই পর্যন্ত সেটি চলবে। ‌কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে করোনার সংক্রমণ বাড়ছে বলে অনুসন্ধানে দেখা যাচ্ছে। ১৬ নং ওয়ার্ডে ,১৫ নং ওয়ার্ডে , ডাঙ্গাপাড়া অঞ্চলে, লিচুবাগান অঞ্চলে,৩ নং ওয়ার্ডে করোনা সংক্রমণ হয়েছে বলে জানা গেছে। ফলে অঞ্চলের মানুষ উদ্বিগ্ন অবস্থানে রয়েছে।

এই সংক্রমণের ব্যাপারে থানা প্রশাসন এবং পৌর প্রশাসন কেবলমাত্র লকডাউনের কড়াকড়ি ব্যবস্থা অবলম্বন করেছেন। দোকানপাট বন্ধের উপর জোর দিয়েছেন। কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ করার জন্য পৌর প্রশাসন থেকে তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না এবং করোনা সংক্রান্ত যে প্রশাসন বা কমিটি পৌরসভায় রয়েছে তারা কি ভূমিকা পালন করছেন বোঝা যাচ্ছে না।

এদিকে পৌরসভা প্রশাসকের অধীনে চলে যাওয়ার কারণে এখন আর কাউন্সিলর পদে নির্দিষ্ট কোন ব্যক্তি নেই। ‌ দলীয় কর্মী হিসেবে বা প্রাক্তন কাউন্সিলর হিসেবে যে তাদের জনসংযোগ করার প্রয়োজন ছিল সেইমত কোন ভূমিকা তাদের দেখা যাচ্ছে না। অর্থাৎ এ ব্যাপারে প্রশাসনিকভাবে পরিষেবামূলক কী ব্যবস্থা নেওয়া যায়,অঞ্চলের অধিবাসীদের মধ্যে কিভাবে সাহস যোগানো যায় সে ব্যাপারে প্রশাসনিকভাবে কোন নজরদারী নেই।

অন্যদিকে ‌বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ তারা যেভাবে ত্রাণে নেমে পড়েছেন, ত্রাণ দিয়ে নাম করতে চাইছেন কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগের ভূমিকাটি তারা পালন করছেন না। এই কারণে ওয়ার্ডবাসীরা বুঝতে পারছেন না যে তারা কি করবেন, কার কাছে যাবেন,কি হবে, এমন একটি দোদুল্যমানতায় তারা রয়েছেন। ‌