অবতক খবর,১৯ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়া শহর অঞ্চলে মোটামুটিভাবে জনগণ ধরে নিয়েছেন যে, তৃণমূল দল পৌরবোর্ড গঠন করবে। কিন্তু তারা ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন এই পৌরসভার চেয়ারম্যান কে হবেন! প্রাক্তন চেয়ারম্যান বা পৌর প্রশাসক সুদামা রায় দল থেকে এবার মনোনয়ন পাননি। ফলত এই পদের দাবিদার তিনি নন। এদিকে কাঁচরাপাড়ায় কে চেয়ারম্যান হবেন তাতে কাঁচরাপাড়াবাসী চারটি মুখ খুঁজে নিয়েছেন। তারা ধরে নিয়েছেন চেয়ারম্যান পদে কমল অধিকারী,অশোক তালুকদার, দিলীপ ঘোষ এবং শুভ্রাংশু রায়ের নাম। কেউ ধরতে পারছেন না তৃণমূল দলে কার আধিপত্য বেশি? বা উপরিমহলে কার যোগাযোগ বেশি? অনেকেই ধরে নিয়েছেন জেলা নেতৃত্বের উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন পার্থ ভৌমিক।
পার্থ ভৌমিক তৃণমূলের রাজনীতিতে কার হাত ধরে এসেছিলেন এটা সকলেরই জানা। ফলত অনেকে মনে করছেন একটা আস্কারা আছে এক দলবদলু নেতার প্রতি। এদিকে কমল অধিকারীরও চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আছে। কারণ বীজপুরের জনপ্রতিনিধি সুবোধ অধিকারীর ভাই তিনি। ফলত,সেইদিক থেকে চেয়ারম্যান পদে তিনি একটি শক্তিশালী নাম। অন্যদিকে রয়েছেন টাউন সভাপতি অশোক তালুকদার। টাউন সভাপতি হলেও জনপ্রতিনিধি বিধায়ক সুবোধ অধিকারীর অনেক কাছাকাছি তিনি রয়েছেন। এক্ষেত্রে এক ব্যক্তি এক পদ– এই নীতি প্রযোজ্য হবে কি?আরেকদিকে রয়েছেন এই অঞ্চলের আরেক দাপুটে নেতা দিলীপ ঘোষ।
ফলত,এখন ছক্কা পাঞ্জার এই সাপ লুডো খেলায় যে সাপুড়েরা রয়েছে,কে সাপের মুখে পড়বেন,কে সিঁড়ি বেয়ে উপরে উঠবেন,কেউ ধরতে পারছেন না। কিন্তু মানুষের মধ্যে এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে।