অবতক খবর,২৭ নভেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল ‘জলস্বপ্ন’ প্রকল্প। এই প্রকল্পে কোথাও ট্রিটমেন্ট প্লান্ট, কোথাও জলাধার, আবার কোথাও পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জল। মোট চারটি গুরুত্বপূর্ণ পৌরসভা অঞ্চলে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এরমধ্যে কাঁচরাপাড়া পৌরাঞ্চল অন্যতম। যে গতিতে কাজ চলছে তাতে এই বছর মার্চ থেকে জুলাই মাসের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জেরে তা বিলম্ব হয়েছে। তবে আগামী বছর জানুয়ারিতেই যাতে উদ্বোধন করা যায় সেই লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে। কাঁচরাপাড়ায় সূর্যনগর সংলগ্ন অঞ্চলে এই প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। সম্ভবত জানুয়ারিতেই উদ্বোধন হবে। ৬০ লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্ট গড়তে খরচ পড়েছে প্রায় ৫১ কোটি টাকা।