অবতক খবর,১৮ সেপ্টেম্বর: লকডাউনের শুরু থেকেই কাঁচরাপাড়ায় টোটো থেকে ব্যাটারি চুরির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছিল। কিন্তু কে বা কারা টোটো থেকে ব্যাটারি খুলে নিচ্ছে তার কূলকিনারা কেউই করতে পারেনি। শহরের বিভিন্ন অঞ্চল থেকে এই ব্যাটারি চুরির অভিযোগ আসছিল। কিন্তু চোরকে কিছুতেই ধরা যাচ্ছিল না।
কাঁচরাপাড়া লিচুবাগান নবাঙ্কুর ক্লাব সংলগ্ন অঞ্চলে এক বাড়ির সামনে টোটো রাখা ছিল। গতকাল রাত ১২টা নাগাদ দুই ব্যক্তি টোটোর ব্যাটারি খুলে নিয়ে পালানোর চেষ্টা করে। যখন টোটোর ব্যাটারি খুলে তারা ভ্যানে করে নিয়ে পালাচ্ছিল, ঠিক সেই সময় ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন আম্বেদকর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল দাস। তাকে দেখেই ওই দুই ব্যাটারি চোর ভ্যান ছেড়ে পালানোর চেষ্টা করে। তাদের দেখেই সন্দেহ হয় সুবল বাবুর। তার তৎপরতায় উদ্ধার করা হয় ব্যাটারি এবং আটকে রাখা হয় ভ্যানটিকে। তবে ওই দুই চোরকে ধরতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে সুবল বাবু বলেন,’আমি বাড়ি ফেরার পথে দূর থেকে দেখতে পাই দুজন ভ্যানে করে একটি ব্যাটারি নিয়ে যাচ্ছে। সেই সময় আমি তাদের বলি এত রাতে কোন দোকান তো খোলা পাবেনা ব্যাটারি ঠিক করার জন্য। কিন্তু আমাকে দেখে এবং আমার কথা শুনেই তারা হন্তদন্ত হয়ে যায় এবং ভ্যান ও ব্যাটারি দেখে তারা পালিয়ে যায়। পরে বুঝতে পারি যে তারা সেই ব্যাটারি চোর।’