অবতক খবর,৬ জানুয়ারি: বীজপুরে শুরু হয়েছে পতাকার লড়াই। আজ বিকেল ৫ টায় কাঁচরাপাড়া ২৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে বিজেপির জনসভা রয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকায় ছেয়ে গেছে ।

কিন্তু জনসভার আগে যে প্রস্তুতি সেখানে যে মানুষের ভিড় থাকে তা চোখে পড়ছে না। মাত্র হাতে গোনা ৫-৬ জন সেখানে আজ বিকেল পাঁচটার জনসভার প্রস্তুতি নিচ্ছেন।

এই দেখে তৃণমূলের অনেক নেতা বলছেন, ‘সেখানে মানুষ থাকবে কি! তাদের তো কোন কর্মীই নেই। জনসভা শুরু হওয়ার পর দেখবেন স্থানীয় ক’জন বিজেপির এই জনসভায় যোগ দেয়। যা মানুষ দেখা যাবে তার সবই বহিরাগত। কারণ স্থানীয় যারা রয়েছেন তারা সকলেই দিদির সঙ্গে আছে। তারা স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে ব্যস্ত।’

এ প্রসঙ্গে কাঁচরাপাড়ার তৃণমূল নেতা দিলীপ ঘোষ বলেন,”তাদের যদি এতই কর্মী থাকে তবে তারা রাস্তায় জনসভা করছে কেন? কোন মাঠ প্রাঙ্গনে করছে না কেন? কারণ তাদের উদ্দেশ্য গন্ডগোল সৃষ্টি করা। এই জনসভায় বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিতে শোনা যাবে বিজেপি নেতাদের। তাদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা।”

এদিকে এই জনসভায় বিশেষ নজর দিচ্ছে বীজপুর পুলিশ প্রশাসন। কোনরকম গন্ডগোল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছেন তারা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি১ অমিত ভার্মা এবং বীজপুর থানার আইসি ত্রিগুণা রায় পুলিশ আধিকারিকদের নিয়ে জনসভাস্থল পরিদর্শন করে যান। যান চলাচলে কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে সেই নির্দেশ দিয়ে যান তারা।