গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাঁচরাপাড়ায় বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির বাড়িতে আসার পরই গভীর রাতে বোমাবাজির অভিযোগ তার বাড়িতে
অবতক খবর,২৮ আগস্টঃ গতকাল কাঁচরাপাড়ার ১৪ নম্বর ওয়ার্ড কলেজ মোড়ে বিজেপি নেতা, বিমলেশ তেওয়ারির বাড়িতে আসে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত ভট্টাচার্য তারপরই রাত্রি একটা নাগাদ তার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ জানায় ওই বিজেপি নেতা। গোটা ঘটনা অস্বীকার শাসকদলের। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।