অবতক খবর,২১ আগস্ট: শুধু অঞ্চলে কেন এই রাজ্যে বিজেপি বিরোধী শক্তি হয়ে উঠছে। একথা অনস্বীকার্য। সেই মুহূর্তে কাঁচরাপাড়া অঞ্চলে বিজেপির যুব সভাপতি সংগঠনের কোনরকম ভূমিকা দেখা যাচ্ছে না। যুব শক্তির মধ্যে প্রাণসঞ্চার করার যে প্রক্রিয়া এখানে ব্যাহত।
বরঞ্চ বিজেপির যুব সদস্যরা তাদের নেতা, মণ্ডল যুব সভাপতির বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন যে, তিনি এ ব্যাপারে কোন রাজনৈতিক উদ্যোগ বা সক্রিয় ভূমিকা নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে কর্মীরা অভিযোগ তুলেছেন যে, তিনি নাকি ঠিকেদারের কাজ করছেন এবং শাসকশ্রেণীর সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এই কারণে। অথচ তিনি যুব সভাপতি হিসেবে বিজেপির তরুণদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করার উচিত ছিল, যে কার্যক্রম গ্ৰহণ করা উচিত ছিল তা তিনি করছেন না।
অন্যদিকে যেখানেই কোন সভা-সমিতি হচ্ছে সেখানে হাতেগোনা বিজেপিকর্মী থাকছেন। যুব এবং মন্ডল মিলিয়ে ২৫-৩০ জন কর্মীকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে বিজেপি তেমন ভাবে তার কোনো কর্মকাণ্ড যে বিস্তার করবে তার কোনো ভূমিকাই নেই। নেতৃত্বদেরও তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাচ্ছে না।