অবতক খবর,৩ ডিসেম্বর: আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধীরাও মানুষ,তারা আসলে প্রতিবন্ধী নয় তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন।আজ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রতিবন্ধী সমাজকর্মী অমিত মিত্রের নেতৃত্বে কাঁচরাপাড়া বাগমোড় থেকে থানার মোড় পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। প্রতিবন্ধী সহ প্রায় ৫০০ সুধী নাগরিক এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।  এই পদযাত্রাটির উদ্বোধন করেন সিডব্লিউএম এস.কুমার এবং মিসেস কুমার। তাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানানো হয়, উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে রবীন্দ্রনাথের রেখাঙ্কিত অবয়বের একটি স্মারক তুলে দেওয়া হয়। এই স্মারকটি নির্মাণ করেছেন সমাজকর্মী অমিতাভ মিত্র স্বয়ং।এটি কাঁচের উপর সুদৃশ্য রবীন্দ্রনাথের মুখাবয়ব।

প্রতি বছরই তিনি এই মিছিলের আয়োজন করে থাকেন। প্রতিবন্ধীদের সমবেত করে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তিনি এই মিছিলটির আয়োজন করেন। মানুষ যাতে প্রতিবন্ধীদের পক্ষে থাকে, তাদের জন্য সচেতন হয়, এটি হচ্ছে মিছিলের উদ্দেশ্য। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে তিনি এই প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বস্ত্রদান এমন সমাজকল্যাণমূলক কাজের আয়োজন করে থাকেন। আজ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শহরের নাগরিকরা এই এই বর্ণাঢ্য পদযাত্রা পরিদর্শন করেন।